যুগান্তরের সংবাদ প্রকাশের পর
সহায়তা পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সেনবাগের ২১ পরিবার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৪৪ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
‘ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড সেনবাগের তিন গ্রাম, আহত ১৫’ শিরোনামে গত ১৯ জুন দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জেরেই উপজেলা প্রসাশন ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন, নগদ টাকা, ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন
উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের ২১ ক্ষতিগ্রস্থ অসহায়
পরিবারের সদস্যদের হাতে এ সহয়তা তুলে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান বেলায়েত হোসেন
সোহেল ও ইউপি সদস্য আনোয়ার হোসেন মিলন উপস্থিত ছিলেন।
গত বৃহষ্পতিবার সকালে ঘূর্ণিঝড়ের উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর,
বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের ২১টি ঘর সম্পূর্ণ, ৩০টি ঘর আংশিকসহ প্রায় ৭৫ শতাংশ কাঁচা
ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি বিদুতের
পিলার ভেঙে গেছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতহীন রয়েছে ইউনিয়নবাসী।
