কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী গ্রামে সোমবার (২৩ জুন) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী গ্রামের স্থানীয় বাসিন্দা দিনমজুর নুরু মিয়ার ছেলে মাহিন (১৭) বাড়ির পানির বিদ্যুৎচালিত পানির মোটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
খবর পেয়ে লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন বলে দায়িত্বরত চিকিৎসক জানান।
পরে লাশ দাফন করার জন্য তার কাশখালী গ্রামের বাড়িতে নিয়ে যান আত্মীয়স্বজনরা।
