Logo
Logo
×

সারাদেশ

মৃত নারীকে জানাজার আগে ইসিজি

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

মৃত নারীকে জানাজার আগে ইসিজি

চাঁদপুরের মতলব উত্তরে মৃত নারীকে জানাজার আগে হাসপাতালে নিয়ে ইসিজি করা হয়েছে। এ বিষয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ভাটি রসুলপুর গ্রামের মনির দেওয়ানের স্ত্রী পিয়ারী বেগম (৪৮) বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুতে গোসল, কাফনের কাপড় পরানোসহ সব প্রস্তুতি নেওয়া হয় এবং জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে বলে মাইকিং করা হয়। 

এদিকে পিয়ারী বেগমকে শেষবারের মতো একনজর দেখার জন্য গ্রামের লোকজন আসা-যাওয়া করেন ওই বাড়িতে। এরই মধ্যে মহল্লার এক মহিলা মৃত ব্যক্তি পিয়ারী বেগমের চোখ নড়াচড়া করছে বলে চিৎকার করে জানালে ওই বাড়ির আশপাশে হইচই পড়ে যায়।

এ খবর চাউর হলে স্থানীয়রা মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে বিকাল ৩টায় পিয়ারী বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ইসিজি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি ঘোষণা করেন তার অনেক আগেই মৃত্যু হয়েছে।

এ বিষয় পিয়ারী বেগমের আত্মীয়স্বজনের কাছে জানতে চাইলে তারা জানান, যদি হাসপাতালে না নেওয়া হতো তাহলে সারা জীবন মনে একটা প্রশ্ন থাকত এবং তার দাফন-কাফনের পর কিছু মানুষ এ বিষয়ে সমালোচনা বয়ে বেড়াত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম