Logo
Logo
×

সারাদেশ

হাজীগঞ্জে শিয়ালের আক্রমণে আহত ১০

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৪:০৪ পিএম

হাজীগঞ্জে শিয়ালের আক্রমণে আহত ১০

চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দুটি শিয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে  লোকজনকে এলোপাথাড়ি কামড়াতে থাকে। একজন একজন করে ১০ জনকে কামড়িয়ে আহত করে প্রাণীগুলো।

স্থানীয় বাসিন্দা কাউসার বলেন, সকালে রাস্তায় নামতেই শিয়াল দুটি একত্রিত হয়ে তাণ্ডব চালাতে শুরু করে। তবে শিয়াল দুটিকে কেউ আটকাতে পারেনি। গ্রামে একটি মাটির ডিবির ভেতরে প্রায় ১৫ থেকে ২০টি শিয়ালের বসবাস রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই দুটি শিয়াল বেরিয়ে এসে এ আক্রমণ চালায়।

ইউপি সদস্য আবু তাহের বলেন, ‘আহতদের মধ্যে বারেক বেপারীর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘আমাদের জনবল নেই বলে শিয়াল ধরা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে ছেড়ে দিতে পারি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম