ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত পীরগাছা জামায়াতের
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মামুন ও মনজু মিয়ার কবর জিয়ারত করেছেন পীরগাছা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে দুই শহীদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে জুলাই বিপ্লবের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পৃথকভাবে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হাশেম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সেক্রেটারি মোস্তাফিজার রহমান, ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, সেক্রেটারি মুশফিকুর রহমান, জামায়াত নেতা খুরশিদ আলম ও আমিন উল্ল্যাহ, শহীদ মামুনের বাবা আজগার আলী ও শহীদ মনজুর বাবা এনছার আলীসহ অনেকে।
শহীদ মনজুর বাবা এনছার আলী বলেন, আমার ছেলে শহীদ হয়েছে। আমার কোনো দুঃখ নেই। তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি-মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি। তাতেই আমি খুশি।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদদের কবর জিয়ারত করা হয়েছে। জামায়াত জুলাই বিপ্লবের পরিবারের সঙ্গে আছে, থাকবে।
গার্মেন্টস ব্যবসায়ী মামুন মিয়া গত বছরের ৫ আগস্ট ও মনজু মিয়া গত বছরের ২০ এপ্রিল ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন।
