Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে সাবেক এমপির বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম

ফরিদপুরে সাবেক এমপির বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ

সাবেক এমপির বাড়ির সামনে বিক্ষোভ করার সময় বিএনপি নেতারা। ছবি: যুগান্তর

আওয়ামী লীগের ‘গোপন মিটিং’ হচ্ছে এমন অভিযোগ তুলে মিছিল নিয়ে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একে আজাদের ঝিলটুলীর বাড়ি সংলগ্ন সদর উপজেলা ভূমি অফিসের সামনে জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে এ কে আজাদের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান নেন। এ সময় মিছিল থেকে ‘আওয়ামী লীগের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ এসব স্লোগান দেন। পরে মিছিলটি শহরের কাঠপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কে আজাদের মদদপুষ্ট হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় দলকে প্রতিষ্ঠিত করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন। 

তারা বলেন, ফরিদপুর আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসিত করা যাবে না। যদি কেউ তাদের পুনরায় প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বিএনপির নেতাকর্মীরা মিলে তাদের প্রতিহত করবে; প্রয়োজনে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

জানা যায়, এ সময় এ কে আজাদের বাড়িতে অবস্থান করছিলেন হা-মীম গ্রুপের ভূমি কর্মকর্তা মো. রাফিজুল খান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন, নিরাপত্তাকর্মী মেহেদী হাসান ও পরিচ্ছন্নতাকর্মী মো. হান্নান মিয়া।

এদিকে মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলী রেজোয়ান বিশ্বাস তরুণ, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ প্রমুখ।

এ বিষয়ে হা-মীম গ্রুপের ভূমি কর্মকর্তা মো. রাফিজুল খান জানান, বিএনপির নেতারা গেটে আঘাত করলে সিকিউরিটি গার্ড গেট খুলে দেন। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সিকিউরিটি গার্ডের কাছে জানতে চান, এই বাড়িতে আওয়ামী লীগের কোনো গোপন সভা হচ্ছে কি না। সিকিউরিটি গার্ডের না বাচক উত্তর শুনে তিনি বাড়ির বাইরে চলে যান।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, বিকালে এ কে আজাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন মিটিং করবে। এমন খবরে তাৎক্ষণিকভাবে একটি মিছিল করি। 

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এ কে আজাদের বাড়ির সামনে দিয়ে মিছিল গিয়েছে বলে শুনেছেন।

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে এ কে আজাদের বাড়ির সামনে দ্রুত পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।

তবে এ বিষয়ে এ কে আজাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার একজন প্রতিনিধি বলেন, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

প্রসঙ্গত, এ কে আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি গত কমিটিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। পরের কমিটিতে তাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য করা হয়। এছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে অংশ নেওয়ায় এ কে আজাদকে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম