Logo
Logo
×

সারাদেশ

নদীভাঙনের কবল থেকে চালিতাবুনিয়াকে রক্ষার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম

নদীভাঙনের কবল থেকে চালিতাবুনিয়াকে রক্ষার দাবি

মানববন্ধনে বক্তারা। ছবি: যুগান্তর

টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নকে নদীভাঙনের কবল থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নগুলোর একটি চালিতাবুনিয়া ইউনিয়ন। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার অন্তর্গত ২৩.৩৬ বর্গকিলোমিটার আয়তনের ইউনিয়নটির জনসংখ্যা প্রায় ১৫ হাজার। 

বিগত কয়েক বছরের ব্যাপক ভাঙনে এ ইউনিয়ন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে ভূমিহীন আশ্রয়হীন হয়েছেন। কৃষিপ্রধান এ ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 

ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি ও ফসলি জমি। এভাবে ভাঙন অব্যাহত থাকলে চালিতাবুনিয়া ইউনিয়ন পুরোপুরি হুমকির মুখে পড়বে। মানচিত্র থেকে হারিয়ে যাবে ছোট্ট সুন্দর এই সবুজ গ্রাম।

তাদের দাবি, নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে টেকসই বাঁধ নির্মাণ করা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত বা পুনর্নির্মাণ করা। ক্ষতিগ্রস্ত কালভার্ট ও স্লুইসগেট নির্মাণ করা। নদীভাঙনে ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের পুনর্বাসন করা।

মানববন্ধনের বক্তৃতা করেন, ড. আব্দুল লতিফ মাসুম, নিয়াজ হাওলাদার, সুমন মৃধা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম