
ফলো করুন |
|
---|---|
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ খোকন মিয়া নামে এক বিএনপি নেতা গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
শহরতলীর চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
খোকন মিয়া (৫৫) আদর্শ সদর উপজেলার পাঁচথুবী এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ ওই বিএনপি নেতাকে আটক করা হয়। দুপুরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খোকন মিয়াকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি খোকন মিয়া পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তবে দায়িত্বশীল বিএনপির কোনো নেতা তার বিষয়ে কোনো তদবির করেনি।