Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ভেজাল শিশুখাদ্য কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম

ফরিদপুরে ভেজাল শিশুখাদ্য কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের কানাইপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ আর ই ব্যাটালিয়নের সেনা সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, জেলা সদরের কানাইপুর ইউনিয়নে সেফ ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

সেখানে ভেজাল খাদ্য চানাচুর, রিং চিপস, কুর-মুড়ি, ঝালমুড়ি, অরেঞ্জ জুস, সিপ সিপ পাওয়া যায়; যা এ ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়।

তিনি বলেন, কারখানা মালিক শফিকুল ইসলামের (৪৬) কাছে কারখানা পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে কারখানার আয়কর পরিশোধযোগ্য কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ভেজাল খাদ্য উৎপাদন করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম