Logo
Logo
×

সারাদেশ

চেইনম্যান করিমের ৪ তলা বাড়ি ক্রোকের নির্দেশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

চেইনম্যান করিমের ৪ তলা বাড়ি ক্রোকের নির্দেশ

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার চেইনম্যান আহাম্মদ করিমের ৪ তলা বাড়ি ক্রোকের (জব্দ) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার‌্যালয় চট্টগ্রাম-১ এর ডিডি সুবেল আহমেদ।

দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার চেইনম্যান আহাম্মদ করিমের বিরুদ্ধে দুদকে দুর্নীতির মামলা চলমান রয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় জ্ঞাত-আয়বহির্ভূত চারতলা বাড়ি রয়েছে। সম্প্রতি বাড়িটি হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছিলেন তিনি।

এ কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা কার‌্যালয়, চট্টগ্রাম-১ উপসহকারী পরিচালক সবুজ হোসেন আদালতে বাড়িটি জব্দ করার আবেদন করেন। বৃহস্পতিবার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদক সমন্বিত জেলা কার‌্যালয়, চট্টগ্রাম-১ এর ডিডি সুবেল আহমেদ জানান, ক্রোককৃত বাড়ির মূল্য ৮৪ লাখ ২২ হাজার টাকা। এ সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টা করছেন আসামি। এ তথ্যের ভিত্তিতে উক্ত সম্পদ ক্রোক চেয়ে আবেদন করা হয়।

অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে ৮১ লাখ ৫১৯ টাকার জ্ঞাত-আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগদখলে রাখার দায়ে চেইনম্যান আহাম্মদ করিমের বিরুদ্ধে গত বছরের ২০ ফেব্রুয়ারি দুদক সমন্বিত জেলা কার‌্যালয়, ঢাকা-১-এ একটি মামলা হয়। সম্প্রতি মামলাটি অনুসন্ধানের জন্য আমাদের কার‌্যালয়ে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম