Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনা টেক্সটবুক ফ্যাসিজম চালু করেছিলেন: ড. মির্জা গালিব

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম

শেখ হাসিনা টেক্সটবুক ফ্যাসিজম চালু করেছিলেন: ড. মির্জা গালিব

ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, শেখ হাসিনা একনায়কতন্ত্র এ দেশে চালু করেছিলেন। তিনি যে ফ্যাসিজম এ দেশে চালু করছিলেন- তা একটি টেক্সটবুক ফ্যাসিজম। এ রকম শক্তিশালী সরকার খুব বেশি দেশে পাবেন না। পুলিশ মিলিটারি জুডিশিয়াল থেকে শুরু করে সবাই তাকে সাপোর্ট করেছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে ভেদরগঞ্জ উপজেলা যুব ফোরাম কর্তৃক আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মির্জা গালিব বলেন, আমাদের যুব সমাজ হবে আধুনিক চিন্তাসমৃদ্ধ উন্নত যুবসমাজ। তারা মঞ্চে দাঁড়িয়ে নেতার তোষামোদ করে সময় নষ্ট করবে না। তারা আমাদের শোনাবে উন্নয়নের বার্তা, স্বপ্নময় জাগরণী গান।

ভেদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম, শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, ভেদরগঞ্জ উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম