কমিটি ঘোষণার পর দিন বিএনপির দুই নেতাকে অব্যাহতি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

ফলো করুন |
|
---|---|
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির দুই নেতাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক পত্রে তাদের অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন এবং সাবেক উপজেলা যুবদল সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি।
চিঠিতে বলা হয়েছে- দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেই সঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে বৃহস্পতিবার আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই দিন দুপুরে ওই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির একাংশ। দলের ওই অংশটি ওই রাতে আবারও একই দাবিতে মশাল মিছিল বের করে। এ সময় মিছিল থেকে উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে হামলা করা হলে তিনি আহত হন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি মতিয়ার রহমান জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।