Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তিতে বিএনপি গণমুখী কর্মসূচি দিয়েছে

ডা. মাজহার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তিতে বিএনপি গণমুখী কর্মসূচি দিয়েছে

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি ঘোষিত গণমুখী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের ১৪ ও ৩৬নং ওয়ার্ডে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।

ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কর্মসূচি প্রদান করেন।

ফ্যাসিস্টের পতনের বর্ষপূর্তি উপলক্ষেও তিনি রক্তদান, বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা, করোনা প্রতিরোধ কর্মসূচির মতো গণমুখী কর্মসূচি দিয়েছেন।

এলাকার বয়োজ্যেষ্ঠ বিএনপির সদস্য প্রাক্তন শিক্ষক খালেক মাস্টারের মাধ্যমে প্রথম বৃক্ষরোপণ করে কর্মসূচি শুরু করা হয়।

১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- এএইচ সিরাজুল হক, মো. আতাউর রহমান, ৩৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোলেমান শাহ, ৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন তালুকদার, বিএনপি নেতা মো. আজহারুল ইসলাম খন্দকার, মো. হায়দার আলী, মাফিকুর রহমান সেলিম, আলম মাস্টার, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, যুবদল নেতা সভাপতি মো. নাজমুল আলম মণ্ডল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম