Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩ অজগর ছানা অবমুক্ত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম

চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩ অজগর ছানা অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া ৩৩টি বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে সাপগুলো অবমুক্ত করা হয়।

এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ফুটানো ১১৩টি অজগর ছানা বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।

   

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া ৩৩টি অজগর ছানার বয়স, স্বাস্থ্য ও পরিবেশ উপযোগিতা বিবেচনায় নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে একটি কার্যকর পদক্ষেপ।

অবমুক্তকরণ কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, এ অভয়ারণ্যই সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। এখানে তারা প্রকৃতির অনুকূল পরিবেশে  বেড়ে উঠতে পারবে।

অজগর ছানাগুলো অবমুক্ত করার সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমানসহ চট্টগ্রাম চিড়িয়াখানার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ৩৩টি অজগর ছানা ফুটানো হয়। এর মধ্যে গত ১১ থেকে ১৩ জুন ১৭টি এবং ২১ থেকে ২৪ জুন ১৬টি ছানা ফুটেছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম