যমুনা গ্রুপের চেয়ারম্যানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কুরআন তিলাওয়াতের উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

ফলো করুন |
|
---|---|
যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে কুরআন তিলাওয়াত কর্মসূচির উদ্বোধন করেন যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক এজাজ আহমেদ ফরিদী। খতমে কুরআন শেষে ১৩ জুলাই পরবর্তী কর্মসূচি পালন করা হবে।
উপজেলার সফিপুর এলাকায় যমুনা স্পিনিং ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (ইউটিলিটি) একেএম কামাল, পেগাসাস লেদারস লিমিটেডের মহাব্যবস্থাপক (উৎপাদন) ফরিদ উদ্দিন, যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (কারিগরি) খালিদ হাসান আনসারী, ক্রাউন বেভারেজের মহাব্যবস্থাপক শাহাদত হোসেন, যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) এসএম সিরাজুল ইসলাম, যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (বিদ্যুৎ) আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন যমুনা স্পিনিং ডিভিশন জামে মসজিদের খতিব আনিসুর রহমান।
স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ লিয়াকত হোসেন বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কুরআন তিলাওয়াতের আজকে প্রথম দিন। খতমে কুরআন শেষে ১৩ জুলাই পরবর্তী কর্মসূচি পালন করা হবে।