Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জে চাচাতো ভাইয়ের কোপে বোন নিহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

শিবগঞ্জে চাচাতো ভাইয়ের কোপে বোন নিহত

প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খালেদা বেগম শুকরানী নামে এক নারীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই মামুন। নিহত শুকরানী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বড় মহিষপুর গ্রামের সবুর আলীর মেয়ে।

এ ঘটনায় শুকরানীর বাবা সবুর আলী, মা পারুল বেগম ও বোন লিপি বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে বসতবাড়ি সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই মামুন হাঁসুয়া দিয়ে মাথায় কোপ মারলে শুকরানী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় শুকরানীর বাবা-মা ও বোন গুরুতর আহত হন। নিহত শুকরানীর ভাই ইসরাফিল আলী জানান, প্রতিবেশী চাচাতো ভাইয়েরা বাড়ির মাঝে জোর করে প্রাচীর নির্মাণ করার সময় প্রতিবাদ করলে মামুন, নিয়ামতসহ কয়েকজন হাঁসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ফটিক মেম্বার আমার চাচাতো ভাইদের পক্ষ নিয়ে আমাদের ওপর হামলা চালানোর নির্দেশ দেন।

ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযুক্ত আসামিরা হত্যাকাণ্ড ঘটানোর পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম