Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম

স্ত্রীর চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে সোলেমান মাতবর (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মাদ্রাসা মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

সোলেমান মাতবর আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের রহমান মাতবরের ছেলে। 

আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে খামারের গরুর দুধ নিয়ে পাশের গ্রামে মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন সোলেমান। স্বামীকে বিদায় দিয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিলেন তার স্ত্রী। বাড়ির সামনের রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন চলে আসতে দেখেন স্ত্রী। তিনি দূর থেকে ডাকাডাকি করলেও শ্রবণপ্রতিবন্ধী সোলেমান কিছুই শুনতে পাননি। স্ত্রীর চোখের সামনেই ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

ভাঙ্গা বামনকান্দা রেলস্টেশন পুলিশের এসআই শওকত হোসেন বলেন, রেললাইন দিয়ে হাঁটার সময় সোলেমান মাতবর ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তিনি কানে শুনতে পান না। আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম