Logo
Logo
×

সারাদেশ

ফোন কিনে না দেওয়ায় বাবাকে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

ফোন কিনে না দেওয়ায় বাবাকে হত্যা

আড়াইহাজারে বাবা মাহবুবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় জড়িত ছেলে ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন।

এর আগে নিহতের স্ত্রী বাদি হয়ে ছেলে ইয়াসিনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।

ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যার কথা স্বীকার করেছে। সে তার বাবা মাহবুবের কাছে একটি নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য আবদার করে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা তাকে বেঁধে রাখে।

একপর্যায়ে ইয়াসিন হাতের বাঁধন খুলে হাতুড়ি দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম