Logo
Logo
×

সারাদেশ

নাটোর প্রেস ক্লাবের চার যুগ পূর্তি উৎসবে দুলু

সাংবাদিকদের ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারব না

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:২৬ এএম

সাংবাদিকদের ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারব না

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিজের শরীরের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ আমি পরিশোধ করতে পারব না। কারণ এই সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই একজন জেলা পর্যায়ের ছাত্রনেতা থেকে আমি এমপি, মন্ত্রী ও বিএনপির এই পর্যায়ের নেতা হয়েছি। তাই আমি সারাজীবন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। 

বিএনপি ক্ষমতায় গেলে কোনো নেতাকর্মী সাংবাদিকদের কর্মকাণ্ডে বাঁধা হয়ে দাঁড়াবে না। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কলম চালাতে পারবেন। শনিবার নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের চার যুগ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন। 

প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে ও সহসভাপতি যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী প্রমুখ।

এর আগে প্রেস ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অতিথিরা উৎসবের সূচনা করেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ৪৮ পাউন্ড কেক কেটে ক্লাবের ৪৮ বছর পূর্তি উদযাপন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম