Logo
Logo
×

সারাদেশ

মা বাবা বাড়িতে না থাকার সুযোগে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম

মা বাবা বাড়িতে না থাকার সুযোগে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে ৭ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চ পুর গ্রামে শনিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। শনিবার রাতে পুলিশ ধর্ষক শাহ আলম (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 আটক শাহ আলম মালঞ্চপুর গ্রামের আনব আলী ছেলে।

শনিবার দুপুরে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শাহ আলম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরে মা বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। অসুস্থ অবস্থায় আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যা  জানান, ঘটনাটি জানার পর ধর্ষককে গ্রেফতার রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির অভিভাবক চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি বলে জানান ওসি। আপাতত শাহআলমকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম