Logo
Logo
×

সারাদেশ

মাগুরা পৌর আ.লীগ সভাপতি বাকি ইমাম গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম

মাগুরা পৌর আ.লীগ সভাপতি বাকি ইমাম গ্রেফতার

মাগুরা পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।


পুলিশ জানিয়েছে, গত বছর ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। কিন্তু রাতের কোনো এক সময় তিনি গোপনে বাড়িতে ফিরলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম