সোনারগাঁয়ে অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুজাহিদ মল্লিক

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

ফলো করুন |
|
---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অসুস্থ বিল্লাল মোল্লার চিকিৎসার দায়িত্ব নিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য পদের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
রোববার সকালে উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় অসুস্থ ওই স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় অসুস্থ ওই নেতাকে তিনি আর্থিকভাবে সহযোগিতাও করেন।
জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল হোসেন মোল্লা দীর্ঘদিন যাবত ভয়াবহ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তার বাসায় ছুটে যান। এ সময় অসুস্থ নেতা ও তার পরিবারের খোঁজ খবর নেন। তিনি তাকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি শাহিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, বারদী ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন মৃধা প্রমুখ।