‘বিএনপি জনগণের দল, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম’
যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
‘নারায়ণগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার
হচ্ছেন। আমি যদি দলীয়ভাবে মনোনীত হই, তাহলে এই আসন থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলব।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার মূল লক্ষ্য। বিএনপি জনগণের দল, আমরা সবসময়
জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো’।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-১
(রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ
আহমেদ টুটুল এসব কথা বলেন।
এসময় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহমেদ দীপু বলেন, ফ্যাসিবাদী
আমলে বিএনপির নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবুও আমরা দমে
যাইনি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতেই
আমাদের লড়াই।
ছাত্রদলের সাবেক নেতা মাসুদুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই
পরিবর্তনের শক্তি। তরুণদের এখন জেগে উঠতে হবে। শরীফ আহমেদ টুটুল একজন ত্যাগী ও পরিচ্ছন্ন
রাজনীতিবিদ। তিনি মনোনয়ন পেলে রূপগঞ্জে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
এ সময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি
মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার (আব্দুল্লাহ),
রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল প্রমুখ।
