ছুরিকাঘাতে ভাতিজাকে খুন, চাচাকে গলা কেটে হত্যাচেষ্টা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ নামে এক যুবককে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় মাসুদের চাচা রুবেলকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।
শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্বজনরা জানান, শনিবার রাতে কোয়ালিকান্দি গ্রামের মৃত আলতাফুর রহমানের ছেলে রুবেল তার বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় পার্শ্ববর্তী বাড়ি থেকে ভাতিজা মাসুদকে (২০) ডেকে নিয়ে রাতে ঘুমাতে যান। রোববার সকাল ১০টার দিকে তারা ঘর থেকে না বের হওয়ায় আত্মীয়স্বজনরা ডাকাডাকি করেন। একপর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে মাসুদকে মৃত অবস্থায় পান। এ সময় গলাকাটা ও মুমূর্ষু অবস্থায় রুবেলকে (২৬) দেখতে পান।
স্বজনরা জানান, রুবেলকে মাদারগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত মাসুদ কোয়ালিকান্দি গ্ৰামের সম্রাট প্রামাণিকের ছেলে। তার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। মাসুদ স্থানীয় তেঘরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ ও মাদারগঞ্জ সার্কেলের এএসপি সাইদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি জানান, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
