Logo
Logo
×

সারাদেশ

ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:০১ পিএম

ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত হাবিবুরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত হাবিবুর রহমান শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের আব্দুর রশিদ সেখের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আহত হাবিবুর রহমান মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে রোববার সকালে  পরিষদের ভেতরে প্রবেশ করে ৫-৭ জন চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আহত হাবিবুর রহমান অসুস্থ থাকায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম