তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাস উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে
বিক্ষোভ মিছিলটি বের হয়। গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে মিছিলটি
শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা,
আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ।
বক্তারা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে
কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যাও। তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না।
