Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণের মামলায় দুজনকে ১০ বছর কারাদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:২১ পিএম

শিশু ধর্ষণের মামলায় দুজনকে ১০ বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুরে শিশু ধর্ষণের এক মামলায় দুজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো আরিফ হোসেন (২১) ও ফয়জুল করিম হীরা (১৮)। 

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মামলা সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এতে রাজি না হওয়ায় ওই মেয়েটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করত আরিফ।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে যায়। এ সময় সেখানে ওতপেতে থাকা প্রতিবেশী আরিফ হোসেন (১৬) ও হাসু মিয়ার ছেলে ফয়জুল করিম হীরা (১৩) ভিকটিম মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশঝাড়ে নিয়ে যায়।

ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, এ ঘটনায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সদর থানায় অভিযোগ করেন নির্যাতনের শিকার শিশুর বাবা মোবারক হোসেন। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে ২ অভিযুক্তের উপস্থিতিতে সোমবার রায় ঘোষণা করা হয়। ঘটনার সময় অভিযুক্তরা কিশোর থাকলেও বর্তমানে আরিফ হোসেনের বয়স ২১ এবং ফয়জুল করিম হীরার বয়স ১৮।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাথী। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম