নাঙ্গলকোটে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যুগান্তর ও যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অর্থ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মো. মহিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত এবং প্রকাশক সালমা ইসলাম ও যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের নেক হায়াত কামনায় দোয়া-মোনাজাত করেন দক্ষিণ শ্রীহাস্য হযরত সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসাইন হাবিবী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর রিজাউল হক রেজু, আলাউদ্দিন প্রমুখ।
