‘নুরুল ইসলাম ছিলেন এক স্বপ্নবান মানুষ’
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উদ্যোক্তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা গাজীপুর আজিজিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। দৈনিক যুগান্তর পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি
সাংবাদিক মহসিন বিন হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর
আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ। এছাড়া মাদ্রাসাটির সহকারী অধ্যক্ষ
মো. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, সাংবাদিক
আবুল কাশেম ভূইয়া, মুন্সী শামসুদ্দিন আহাম্মেদ সাগর, রকিবুল ইসলাম রিপন, আব্দুল আজিজ,
মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যানের আদর্শ ও কর্মময় জীবনের
নানা দিক তুলে ধরেন। তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন এক স্বপ্নবান মানুষ। দেশের শিল্প,
মিডিয়া ও কর্মসংস্থান খাতে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু একজন উদ্যোক্তা
ছিলেন না, ছিলেন সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ।
