নাঙ্গলকোটে সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধসহ আহত ১০
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন গ্রামের রোকন আলীর স্ত্রী শরিফা বেগম, জাকির হোসেনের ছেলে ওসমান ও স্ত্রী সুফিয়া বেগম, রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম।
জানা গেছে, গত জুন গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে পুলিশ কয়েক জনকে আটক করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত থেকে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ হোসনারা বলেন, শেখ ফরিদের লোকজন আমাদের ওপর কয়েক দফা হামলা করে। আজ (শুক্রবার) সকালে আবারও আমাদের ওপর হামলা চালায় এবং গুলি করে। আমরা চারজনসহ অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শিমা মজুমদার বলেন, শুক্রবার দুপুর ১ টার দিকে তিনজন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি।
