Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতা লাভলু হত্যার সময় আহত শফিকুলও মারা গেছেন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

বিএনপি নেতা লাভলু হত্যার সময় আহত শফিকুলও মারা গেছেন

বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যার ঘটনার সময় আহত শফিকুল ইসলামও অবশেষে মারা গেলেন। ঘটনার প্রায় তিন মাস পরে শুক্রবার দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রংপুরের বদরগঞ্জে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা লাভলু সরকার (৪৫) হত্যাকাণ্ডের সময় গুরুতর আহত হয়ে এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শফিকুল ইসলাম (৬০)। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের আফসার আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেন এলাকায়।

শনিবার ময়নাতদন্ত শেষে শফিকুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে বদরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল বদরগঞ্জ পৌরশহরে ব্যবসায়িক বিরোধের জেরে চেয়ারম্যান ‘মানিক বাহিনীর’ হামলায় মধুপুর ইউনিয়নের বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লাভলু সরকারকে (৪৫) দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। এতে লাভলু ছাড়াও অপর ৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম মারা গেলেন। 

লাভলু হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক তার পুত্র তানভির আহম্মেদ তমাল, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সারোয়ার জাহান মানিক, জাহিদুল হক জোয়ার্দারসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়। হত্যাকাণ্ডের শিকার লাভলু সরকারের ছেলে রায়হান কবীর মামলাটি করেন।

মামলার পর এজাহারভুক্ত আসামিরা উচ্চ আদালতে জামিন নেন। পরে নিম্ন আদালত থেকেও স্থায়ী জামিন নেন তারা।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, এ ঘটনায় আগে শফিকুল ইসলামকে হত্যাচেষ্টার মামলা চলমান রয়েছে। এখন যেহেতু ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। তার ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম