Logo
Logo
×

সারাদেশ

পাংশায় মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

পাংশায় মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাদ উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন।

পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তিনি কাশেম মহাজনের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাদ। তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক সাদকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন।  সেখানে তাকে নেওয়ার পথে সাদের অবস্থা বেশি খারাপ হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে সাদকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। আইনগত বিষয় মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম