মাইলস্টোন ট্র্যাজেডি
মাইলস্টোনে প্রাণ হারানো উক্যছাইংকে বিমান বাহিনীর শ্রদ্ধা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো রাঙামাটির রাজস্থলীর সন্তান উক্যছাইং মারমাকে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।
সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে প্রতিনিধি দলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার খ্যংদং মারমাপাড়া শ্মশানে গিয়ে উক্যছাইং মারমার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উক্যছাইংয়ের মা তেজিপ্রু মারমা ও বাবা উসাই মং মারমাসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে উক্যছাইংয়ের পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের পক্ষে সাক্ষাত করে নিহতদের পরিবারগুলোর পাশে বিমান বাহিনী সব সময় সহযোগিতায় থাকবে বলে জানান উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী।
তিনি বলেন, মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এতে আমরা শোকে স্তব্দ। এ ঘটনায় নিহতদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ আমরা এসেছি মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যছাইংয়ের পরিবারকে সমবেদনা জানাতে। আমরা উক্যছাইংকে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছি। বিমান বাহিনী সব সময় জনগণের পাশে আছে, ভবিষ্যতেও জনগণের সেবায় কাজ করে যাবে।
উক্যছাইং মারমা ২১ জুলাই মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ২২ জুলাই রাজস্থলীর বাঙালহালিয়ায় নেওয়া হয় এবং ২৩ জুলাই তাকে সমাহিত করা হয়।
