চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ, চাচি আটক
চাঁদপুর প্রতিনিধ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তরে এক চাচার বিরুদ্ধে তারই ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, কিস্তির টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধর করেন ওই চাচা। আর এতেই মারা যান ভাতিজা।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত মাইনুদ্দিন সরকার (৪৫) ব্রাহ্মণচক গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে।
আর অভিযুক্ত ফারুক সরকার (৫২) নিহতের চাচা।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়ারা জানান, মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে
চাচা ফারুক সরকার বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে লোন উঠান। কিন্তু তিনি নিয়মিত
কিস্তি পরিশোধ করছিলেন না। এ নিয়ে বুধবার সকালে মাইনুদ্দিন ও চাচা ফারুকের মধ্যে বাগবিতণ্ডা
হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক মাইনুদ্দিনকে কিলঘুসি মারতে থাকেন। এতে মাটিতে
লুটিয়ে পড়েন মাইনুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মানছুরা বলেন, ‘ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে
কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা নিয়েছিল।
কিস্তির লোকজন টাকার জন্য আমাদের চাপ দেয়। আজ রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার
স্বামী কিস্তির টাকা চায়। এরপর তারা মাইনুদ্দিনের ওপর আক্রমণ চালায়। এতে আমার স্বামী
মারা গেছে। আমি এই হত্যার বিচার চাই।’
ওসি মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই
এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের স্ত্রী মাফিয়া
বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
