রাগ করে নানির ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে কিশোর
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে বসতঘর থেকে ফাহিম হোসেন ইসমাইল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিম উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ছোট বেলা থেকেই বেলঘর নানার বাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানে তার সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর ফাহিম রাগ করে বাড়িতে চলে যায় (বেলঘর মোবারক উল্লাহ বাদাম বেপারি বাড়ি)। কিছুক্ষণ পর তার ঘরের ভেতর তার নানির ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত ফাহিমের মা পান্না বেগম বলেন, আমরা ঘরে ছিলাম না। কিছুক্ষণ পর খবর পাই, ফাহিম ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ ঘটনায় আমি থানায় অপমৃত্যুর মামলা করেছি।
নাঙ্গলকোট থানার এসআই নাসিমুল হক ইমরান বলেন, ৯৯৯ এ কল পেয়ে রাত ১২টার পর আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এই ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
