৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৫০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর নোয়াদ্দা বাবুবাজার এলাকায় বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ওসমান মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সীমানা পুনর্নির্ধারণের ফলে এ নির্বাচনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে সোনারগাঁ আসনে যুক্ত করায় ভোটের হিসাব নিকাশ অনেকটা পাল্টে গেছে।
বক্তারা আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এ দেশের সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার ফিরে পাবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।
পরে মুন্দিরপুর ও এর আশপাশের এলাকায় ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
