Logo
Logo
×

সারাদেশ

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৫০ এএম

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর নোয়াদ্দা বাবুবাজার এলাকায় বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ওসমান মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সীমানা পুনর্নির্ধারণের ফলে এ নির্বাচনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে সোনারগাঁ আসনে যুক্ত করায় ভোটের হিসাব নিকাশ অনেকটা পাল্টে গেছে।

বক্তারা আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এ দেশের সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার ফিরে পাবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।

পরে মুন্দিরপুর ও এর আশপাশের এলাকায় ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম