ক্ষুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তরে ক্ষুদে ফুটবল প্রতিভায় সোহানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোহান উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের মো. সোহেল প্রধানের ছেলে।
ইতোমধ্যে এলাকাবাসী নাম দিয়েছে ‘ক্ষুদে মেসি। বয়স মাত্র ৫ বছর। এ বয়সেই রপ্ত করেছে ফুটবলের নানা কৌশল। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিংয়ে ভাইরাল হওয়া ভিডিও এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষুদে ফুটবলার সোহানের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন দলের ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সরাসরি সোহানের বাড়িতে এসে আমিনুল হক ঘোষণা দেন, সোহানের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিএনপি বহন করবে। মাসিক খরচ সরাসরি সোহানের বাবার হাতে পৌঁছে দেওয়া হবে। এদিন তারেক রহমানের পক্ষ থেকে সোহানের জন্য নতুন ফুটবল, জুতা ও অন্যান্য উপহারও হস্তান্তর করা হয়।
আমিনুল হক বলেন, সোহান শুধু মতলবের সন্তান নয়, এখন সে আমাদের দলের সন্তান। তার প্রতিভা বিকাশে যা যা প্রয়োজন সব করবে বিএনপি। এক সময় সোয়ান দেশের গৌরব উজ্জ্বল বয়ে আনবে আমরা আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপি ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ, সাধারণ সমাপাদক নুরুল হক জিতু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মফিজুল ইসলাম।
সোহানের বাবা মো. সোহেল প্রধান বলেন, বিএনপির মতো বড় দল পাশে দাঁড়িয়েছে—এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি চাই, আমার ছেলে একদিন দেশের হয়ে খেলুক।
ফুটবলের প্রতি ভালোবাসা আর চোখে স্বপ্ন নিয়ে ছোট্ট সোহান বলছিল, আমি বড় হয়ে বাংলার মেসি হতে চাই, দেশের হয়ে খেলতে চাই।
