Logo
Logo
×

সারাদেশ

আইনশৃঙ্খলা সভা থেকে বের হয়েই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

আইনশৃঙ্খলা সভা থেকে বের হয়েই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে বের হয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে তাকে থানা রোড থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু আহমেদ উপজেলার ঠাকুরদাস গ্রামের মৃত নবির হোসেনের পুত্র এবং তিনি হারাগাছ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদের বিরুদ্ধে আটকাদেশ ছিল। পরোয়ানা মূলে তাকে সোমবার দুপুরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে ইউএনওর সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়নের চেয়ারম্যান মো. রাজু আহমেদ। ইউএনও মহিদুল হকের সভাপতিত্বে সভায় কাউনিয়া থানার ওসি আব্দুল লতি শাহসহ অনেকে উপস্থিত ছিলেন। দুপুরে আইনশৃঙ্খলা সভা শেষে  বাড়ি ফেরার পথে রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম