Logo
Logo
×

সারাদেশ

গণপিটুনিতে নিহত রুপনালের মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা দিলেন ইউএনও

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

গণপিটুনিতে নিহত রুপনালের মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা দিলেন ইউএনও

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলালের মেয়ের বিয়ের জন্য ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুরের ডাঙ্গাপাড়া রুপরালের বাড়িতে গিয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রুপলালের মেয়ে নুপুরের বিয়ের জন্য রুপলালের সদ্যবিধবা স্ত্রী ভারতী দাসের হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির নব নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, সরকারি যেকোনো সুযোগ সুবিধা রুপলালের পরিবারকে দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম