|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সেনবাগে মুরগির ফার্মের পাশ থেকে এক আটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের গবিন্দপুর পূর্বপাড়ায় আবদুল মালেকের নতুন বাড়িতে লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদ হোসেন (১৮) একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার আটোচালক অজি উল্ল্যার বড় ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান সেনবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান। স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান মীরন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
