জামিনে থেকে ভারতে পালানোর চেষ্টা, ভারতীয় নাগরিককে দণ্ড
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামিনে থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পি জন সেলভারাজ নামে ভারতীয় নাগরিকের এক বছরের কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ রায় দেন।
দণ্ডিত ভারতীয় নাগরিক তামিল নাডু প্রদেশের ত্রিচিসিটি জেলার ই পুদুর থানার পিচিফিল্লায়ের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ মার্চ যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে থেকে দেশে প্রবেশকালে বিজিবির হাতে আটক হন ভারতীয় নাগরিক পি জন সেলভারাজ। এ সময় তার কাছ থেকে এক হাজার ১৫০ ইউএস ডলার, চার হাজার ৮৭ ভারতীয় রুপি জব্দ করা হয়। এরপর জামিনে বেরিয়ে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে গত বছরের ১৩ আগস্ট বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যদের হাতে আবারও আটক হন তিনি।
