হাজীগঞ্জে স্কুলে মায়েদের পা ধুয়ে দিল শিক্ষার্থীরা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় মা সমাবেশে মায়ের পা ধুয়ে দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধার স্বাক্ষর রাখে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্যাহ মজুমদার, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ইউপি সদস্য খোরশেদ আলম, বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম মোস্তফা, ইউপি সদস্য (মহিলা মেম্বার) তাসলিমা বেগম।
শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। নবম শ্রেণির শিক্ষার্থী আরমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মা সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নবম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার ও ইসরাত জাহান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। শেষে উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
