Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় চোর সন্দেহে পিডিবি কর্মীদের বেঁধে পিটুনি, প্রাণ গেল একজনের

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম

হাতিয়ায় চোর সন্দেহে পিডিবি কর্মীদের বেঁধে পিটুনি, প্রাণ গেল একজনের

ছবি: যুগান্তর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে বেঁধে পিটিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় লোকমান হোসেন (৩৫) নামে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর কর্মী মোস্তাফিজুর রহমানকে (২৮) উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক ইলেকট্রিশিয়ানকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের আসাদনগর বাজারে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান একই জেলার শ্রীবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আমির আল কাউসার জানান, বিদ্যুৎ অফিসের দুই কর্মী সরঞ্জাম নিয়ে আসাদনগরে গেলে তাদের চোর সন্দেহে আটক করে বেঁধে মারধর করা হয়। এতে লোকমানের মৃত্যু হয়। আমরা জোর দাবি জানাচ্ছি, ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, নিহত লোকমান ও আহত মোস্তাফিজ বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে প্রায় ১৬০ কেজি অব্যবহৃত সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে স্থানীয় ভাঙারি দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজসহ (৩৫) কয়েকজন তাদের চোর ভেবে আটক করেন। একপর্যায়ে লোহার দণ্ড দিয়ে লোকমানকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তবে কিছুক্ষণের মধ্যেই লোকমানের মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থল থেকে বিক্রির জন্য নেওয়া প্রায় ১৬০ কেজি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম