Logo
Logo
×

সারাদেশ

দুই টাকার হোটেল, মেনুতে মাংস ডাল ভাত মিষ্টি

Icon

হেলাল মাহমুদ, রাজবাড়ী

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

দুই টাকার হোটেল, মেনুতে মাংস ডাল ভাত মিষ্টি

রাজবাড়ীতে মাত্র ২ টাকায় মিলছে খাসির মাংস দিয়ে ডাল, সাদা ভাত, মুরগির মাংস ভুনা, ১টি মিষ্টি ও পানসুপারি। সামান্য টাকায় দুপুরের ভরপেট খাবার খেয়ে খুশি পথশিশু শ্রমজীবী এবং সাধারণ মানুষ। 

শনিবার দুপুরে রাজবাড়ী শহরের রেল স্টেশনসংলগ্ন ফুলতলাতে এ খাবার দেওয়া হয়। কয়েকজন বন্ধুর আয়োজনে প্রায় ৬০-৭০ জনের মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে দুই দিন পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করা হচ্ছে। আমরা এটিকে ২ টাকার হোটেল নাম দিয়েছি।

সরেজমিন ফুলতলাতে দেখা যায়, চেয়ার, টেবিল, পানিরজার, খাবার রাখা রয়েছে। বেশ কিছু মানুষ বসে খাচ্ছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। ২ টাকায় খাবার দেওয়ার কথা থাকলেও কারো থেকে টাকাও নেননি আয়োজকরা। 

কৃষক তমিজ বলেন, আমার বাড়ি খুলনা। কাজের সন্ধানে রেলস্টেশনের প্লাটফর্মে বসেছিলাম। তখন একজন লোক দুই টাকার হোটেল থেকে খেয়ে গিয়ে আমাকে খাবার যেতে অনুরোধ জানায়ন; তখন হোটেলে এসে দেখি সেখানের লোকজন পেট ভরে খাবার দিচ্ছে। খাবার অনেক সুস্বাদু ছিল। আমার থেকে কোনো টাকাপয়সা নেয়নি। এ খাবার বাইরে থেকে খেলে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা লাগত। যারা আয়োজন করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।

রেলস্টেশনে থাকা কানিজ ফাতেমা নামের এক নারী বলেন, আমি অসুস্থ, কাজ করতে পারি না, স্টেশনে বসেছিলাম। পরে তাকিয়ে দেখি পাশের একটি গাছতলায় মানুষ খাবার খাচ্ছে। তাই এসে খেলাম। পেটটা একেবারে ভরে গেছে।

আয়োজকদের সদস্য মাহীন শিকদার জানান, আমরা কয়েকজন বন্ধু ও ভাইয়েরা মিলে চিন্তা করলাম এমন কিছু করা দরকার; যা কখনো হয়নি। সেখান থেকে আমরা উদ্যোগ নেই দিনমজুর, পথ শিশু, সাধারণ মানুষের সঙ্গে আমরা খাওয়া-দাওয়া করাচ্ছি। আমরা সপ্তাহে দুই দিন এমন আয়োজন করব।

এ বিষয়ে আয়োজক মনিরুল ইসলাম সাগর বলেন, আমি সকালে নিজে বাজার করি, পরে আমার আম্মু নিজ হাতে রান্না করেন। রান্নাগুলো এনে আমরা অসহায় মানুষগুলোর জন্য খাসির মাংস দিয়ে ডাল, সাদাভাত, মুরগির মাংস ভুনা, মিষ্টি ও পানসুপারি রেখেছি। অনেকেই একদম বিনামূল্যে খাবার খেতে চায় না। তাই আমরা দুই টাকায় ভরপেট খাবারের কথা উল্লেখ করেছি। তবে খাবারের পরে কারো থেকে আমরা টাকা নেই না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম