Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় জেলেদের মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

হাতিয়ায় জেলেদের মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় জেলেদের মাছ লুটের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলেপল্লী। দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহের একমাত্র ভরসা এ মৎস্যঘাটে দস্যুতা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। 

এর প্রতিবাদে সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে শত শত জেলে ও ব্যবসায়ীর উদ্যোগে এক মানববন্ধন করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাছ আমাদের পেটের ভাত। সেই ভাতও যদি লুট হয়ে যায়, তবে জেলেদের আর বেঁচে থাকার উপায় কী? দ্রুত এই লুটপাট বন্ধ না হলে এবং প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় তিন দশকের পুরোনো এ ঘাটে প্রতিদিন হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ী মাছ কেনাবেচার সঙ্গে যুক্ত। অথচ সম্প্রতি একটি প্রভাবশালী গ্রুপ বাজার দখলের অপচেষ্টায় খালের দক্ষিণ পাশে অবৈধভাবে নতুন ঘাট চালু করেছে। নিজেদের কোনো নৌকা বা ট্রলার না থাকলেও তারা উত্তর ঘাটগামী দাদন নৌকা থেকে প্রকাশ্যে জোরপূর্বক মাছ ছিনিয়ে নিচ্ছে।

অভিযোগে বলা হয়, আহসান, রহমত ও নিজামের নেতৃত্বে সংঘবদ্ধ ওই চক্র নদী থেকে মাছ নিয়ে আসা জেলেদের গতিরোধ করে প্রকাশ্যে মাছ লুট করছে। ইতোমধ্যে জেলেরা হাতিয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দুই দফায় অভিযান চালিয়ে কয়েকটি নৌকা থেকে লুট হওয়া মাছ উদ্ধার করে। 

তবে স্থানীয়দের দাবি, আইনের কোনো তোয়াক্কা না করে সন্ত্রাসীরা এখনও একই কায়দায় লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে জেলেদের ক্ষোভ ও হতাশা চরমে পৌঁছেছে।

মানববন্ধনে সূর্যমুখী উত্তরপাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, ইসমাইল হোসেনসহ অসংখ্য জেলে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম