শীতলক্ষ্যায় ভেসে উঠল মাথাবিহীন লাশ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ-ফাঁড়ির পুলিশ। বুধবার বিকালে নাসিক ২৭নং ওয়ার্ড বন্দরের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় নদীতে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরে কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন একটি লাশ ভেসে উঠে। এ খবর আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় জমান শত শত নারী-পুরুষ। বিকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, দুপুরে লাশ ভেসে ওঠার খবর পেয়ে নৌ-পুলিশকে জানানো হয়। পরে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ওসি লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
