Logo
Logo
×

সারাদেশ

পিআর পদ্ধতি কী মানুষ জানে না: রিজভী

Icon

জামালপুর ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

পিআর পদ্ধতি কী মানুষ জানে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি কী? মানুষ সেই বিষয়ে অবগত নয়, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেটাই থাক, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে- এটা যেন মামার বাড়ির আবদার। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত-আমেরিকাতে তো পিআর পদ্ধতি চালু হয়নি, আপনারা কেন চাইছেন; পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। 

বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, পিআর পদ্ধতি দলের নামে জোর জবরদস্তি করা হচ্ছে; এটা তো কথা ছিল না। আপনারা যাদের ভোট দিবেন তারা যেন আপনাদের সুখে-দুখে পাশে থাকতে পারে। তারা আন্দোলনে কিছু অর্জন করেছে, যার জন্য ১৬টা বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছেন। তিন বছরে দরিদ্র মানুষ অতি দরিদ্র হয়েছে। অতি দরিদ্র বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে, অতি দরিদ্রদের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, বিএনপিতে বসন্তের কোকিলের আনাগোনা বেড়েছে, যাদের গত ১৫-২০ বছরে দেখা যায় নাই, এ সমস্ত কোকিলেরা বিএনপির নামে অপকর্ম করছে। এসআলম গ্রুপ শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে, আরও দুই হাজার কোটি টাকা দেবে, এ টাকা দিয়ে হাসিনা আবারও ময়ূরের সিংহাসন ফিরে পেতে চান। তার জমিদারি হারিয়ে এখন চক্রান্ত করছে। 

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তফাজামান সেলিম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহ মোহাম্মদ মনিরুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদত বিন শোভন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওন, হাবিবুল বাসার, সাজিদ হাসান, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক হোসেন সদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ, স্বপন কুমার দাস, জাহাঙ্গীর আলম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি সাদেক আকতার নেওয়াজী টফি, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম