হাতিয়ায় নলচিরা–চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দ্বীপবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল নতুন সি-ট্রাক। বৃহস্পতিবার বাদআসর দোয়া ও মিলাদের মধ্য দিয়ে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট নৌরুটে এ সি-ট্রাকের উদ্বোধন করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে নিয়মিত চলাচল শুরু করবে এই যাত্রীবাহী আধুনিক নৌযান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকটে ভুগছিলেন। চিকিৎসা, শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে অতিরিক্ত সময় ও ব্যয় গুনতে হতো। নতুন সি-ট্রাক চালু হওয়ায় অবশেষে সেই দুশ্চিন্তার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
নৌপরিবহণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আধুনিক সুবিধাসম্পন্ন এই সি-ট্রাকে একসঙ্গে ২২০ জন যাত্রী পরিবহণের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপক যন্ত্রসহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আরামদায়ক আসনের ব্যবস্থা থাকায় ভ্রমণ হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
সি-ট্রাকের পরিচালক ও হরনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হক জুয়েল বলেন, হাতিয়ার মানুষ যে ভোগান্তি এতদিন পোহাচ্ছিল, নতুন সি-ট্রাক চালুর মধ্য দিয়ে তার অবসান ঘটল। এতে যাতায়াত হবে সহজ ও স্বল্প খরচে।
অন্য পরিচালক মো. রাকিব উদ্দিন বলেন, এ উদ্যোগের ফলে দ্বীপজুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমরা আশা করছি— এই ধারাবাহিকতায় হাতিয়ার নৌপথ আরও সমৃদ্ধ হবে এবং যাত্রীসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয়দের মতে, নতুন সি-ট্রাক শুধু একটি যাত্রীবাহী নৌযান নয়; এটি হাতিয়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের নতুন এই সুযোগ দ্বীপের অর্থনীতি, শিক্ষা ও জীবনযাত্রায় আনবে নতুন দিগন্ত।
