মধুপুর ও ধনবাড়ী লকডাউন
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে মধুপুরের প্রবেশ পথের চারটি স্থানে ও ধনবাড়ীর ৭টি সংযোগ স্থানে এ নিরাপত্তা চৌকি বসেছে।
উপজেলা দু'টির সীমান্তের প্রতিটি পয়েন্টে পুলিশি নিরাপত্তা চৌকি বসিয়ে ইতিমধ্যে সব প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, মধুপুর থেকে টাঙ্গাইল জেলা শহরে যাওয়ার সীমান্তের গাংগাইর, মধুপুর থেকে জামালপুর যাওয়ার সীমান্তে নেকিবাড়ী, মধুপুর থেকে ময়মনসিংহ যাওয়ার সড়কের রসুলপুর ও কাকরাইদ-সাগরদীঘি সড়কের গারো বাজার সীমান্তে পুলিশের এ নিরাপত্তা চৌকি বসেছে। ধনবাড়ীতেও অনুরূপ ৭টি পয়েন্টে বসেছে নিরাপত্তা চৌকি।
মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুরো মধুপুর লকডাউনে থাকবে। মধুপুর সীমানা থেকে বাইরে বা বাইরে থেকে মধুপুর সীমানায় যাতায়াত সংরক্ষিত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মধুপুর ও ধনবাড়ী লকডাউন
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে মধুপুরের প্রবেশ পথের চারটি স্থানে ও ধনবাড়ীর ৭টি সংযোগ স্থানে এ নিরাপত্তা চৌকি বসেছে।
উপজেলা দু'টির সীমান্তের প্রতিটি পয়েন্টে পুলিশি নিরাপত্তা চৌকি বসিয়ে ইতিমধ্যে সব প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, মধুপুর থেকে টাঙ্গাইল জেলা শহরে যাওয়ার সীমান্তের গাংগাইর, মধুপুর থেকে জামালপুর যাওয়ার সীমান্তে নেকিবাড়ী, মধুপুর থেকে ময়মনসিংহ যাওয়ার সড়কের রসুলপুর ও কাকরাইদ-সাগরদীঘি সড়কের গারো বাজার সীমান্তে পুলিশের এ নিরাপত্তা চৌকি বসেছে। ধনবাড়ীতেও অনুরূপ ৭টি পয়েন্টে বসেছে নিরাপত্তা চৌকি।
মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুরো মধুপুর লকডাউনে থাকবে। মধুপুর সীমানা থেকে বাইরে বা বাইরে থেকে মধুপুর সীমানায় যাতায়াত সংরক্ষিত থাকবে।