করোনা: মিরপুরে আরও ২ ভবন লকডাউন
করোনার সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে আরও দুটি ভবন লকডাউন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরপুর ১২ নম্বর সি ব্লকের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনে করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়।
আক্রান্ত ওই ব্যক্তি উত্তরায় একটি বায়িং হাউসে কর্মরত। পরিবার নিয়ে ওই ভবনের ৫ম তলায় ভাড়ায় থাকেন তিনি।
এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি বাড়িও লকডাউন করা হয়েছে।
পল্লবী থানার এসআই আরিফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা রোগী শনাক্তের পর পাশাপাশি দুটি ভবন লকডাউন করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
এর আগে ৪ এপ্রিল মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬৮) মৃত্যুর পর ওই বাড়িসহ তিনটি ছয়তলা ভবন লকডাউন করেছে পুলিশ।
প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।
তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানী ঢাকাতেই বেশি। গত কয়েক দিনে ঢাকাতে ১২১ বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা: মিরপুরে আরও ২ ভবন লকডাউন
করোনার সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে আরও দুটি ভবন লকডাউন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরপুর ১২ নম্বর সি ব্লকের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনে করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়।
আক্রান্ত ওই ব্যক্তি উত্তরায় একটি বায়িং হাউসে কর্মরত। পরিবার নিয়ে ওই ভবনের ৫ম তলায় ভাড়ায় থাকেন তিনি।
এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি বাড়িও লকডাউন করা হয়েছে।
পল্লবী থানার এসআই আরিফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা রোগী শনাক্তের পর পাশাপাশি দুটি ভবন লকডাউন করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
এর আগে ৪ এপ্রিল মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬৮) মৃত্যুর পর ওই বাড়িসহ তিনটি ছয়তলা ভবন লকডাউন করেছে পুলিশ।
প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।
তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানী ঢাকাতেই বেশি। গত কয়েক দিনে ঢাকাতে ১২১ বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে।